পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন? 

    Answer
    দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করেন।






    1. Report
  2. Question:সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কী কী? 

    Answer
    সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ-
    ১. সমতল দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্বও তত।
    ২. প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান।
    ৩. প্রতিবিম্ব অবাস্তব এবং সোজা।






    1. Report
  3. Question:অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে অসীম এবং প্রধান ফোকাসের মধ্যে কোনো বিন্দুতে রাখলে প্রতিবিম্ব কেমন হবে? 

    Answer
    অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে অসীম এবং প্রধান ফোকাসের মধ্যে রাখলে সৃষ্ট প্রতিবিম্ব সর্বদা বাস্তব ও উল্টো হবে।






    1. Report
  4. Question:আলোর প্রতিফলন কয়টি সূত্র মেনে চলে এবং কী কী? 

    Answer
    আলোর প্রতিফলন দুটি সূত্র মেনে চলে। এগুলো নিম্নরূপ-
    ১.প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
    ২. দ্বিতীয় সূত্র: প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয়।






    1. Report
  5. Question:ডিজিটাল ক্যামেরার পর্দায় ভেসে ওঠা ছবি কোন প্রকারের প্রতিবিম্ব? 

    Answer
    ডিজিটাল ক্যামেরার পর্দায় ভেসে ওঠা ছবি এক প্রকার বাস্তব প্রতিবিম্ব।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd