পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:আলোর প্রতিফলন কাকে বলে? 

    Answer
    আলো যখন বায়ু বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে যাওয়ার সময় অন্য কোন মাধ্যমে বাধা পায় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমান আলো প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে।






    1. Report
  2. Question:ডাক্তাররা চোখ, নাক, কান, গলা, পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন কেন? 

    Answer
    আমরা জানি, অবতল দর্পণে আপতিত আলো অভিসারী রাশিগুচ্ছ সৃষ্টি করতে পারে। এ দর্পণের সাহায্যে আলোক-রশ্মিগুচ্ছকে একত্রিত করে একটি নির্দিষ্ট বিন্দুতে ফেরা যায়। এ কারণেই ডাক্তাররা চোখ, নাক, কান ও গলা পর্যবেক্ষণের জন্য অবতল দর্পণ ব্যবহার করেন।






    1. Report
  3. Question:সিলভারিং কী? 

    Answer
    কাঁচের উপর ধাতুর প্রলেপ দেওয়াকে পারা লাগানো বা সিলভারিং করা বলে।






    1. Report
  4. Question:অবতল দর্পণে সৃষ্ট বিম্বের আকৃতি ও প্রকৃতি কীরূপ হয়? 

    Answer
    অবতল দর্পণে সৃষ্ট বিম্ব নিম্নরূপ হতে পারে।
    ১. (ক): পৃকৃতি: সদ ও উল্টো।
        (খ): আকৃতি: বিবর্ধিত, লক্ষবস্তুর সমান অথবা খর্বিত।
    ২. (ক) প্রকৃতি: অসদ ও সোজা।
        (খ) আকৃতি: বিবর্ধিত।






    1. Report
  5. Question:প্রতিফলক পৃষ্ঠ কী? 

    Answer
    যে পৃষ্ঠ হতে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে ফিরে আসে তাকে প্রতিফলক পৃষ্ঠ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd