পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:লেন্সের ক্ষমতা কী? 

    Answer
    একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে কোনো লেন্সের অভিসারীগুচ্ছে (উত্তল লেন্সে) বা অপসারীগুচ্ছে (অবতল লেন্সে) পরিণত করার সামর্থ্যকে ঐ লেন্সের ক্ষমতা বলে।






    1. Report
  2. Question:লেন্সের সদ ও ধনাত্মক প্রথা ব্যাখ্যা কর। 

    Answer
    সদ ও ধনাত্মক প্রথা: এ প্রথা অনুসারে-
    ১. সকল দূরত্ব লেন্সের আলোক কেন্দ্র থেকে পরিমাপ করতে হবে।
    ২. সকল সদ দূরত্ব ধনাত্মক, সদ দূরত্ব বলতে আলোক রশ্মি প্রকৃত পক্ষে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বকে বুঝায় অর্থাৎ সদ লক্ষবস্তু, সদ বিম্ব বা সদ ফোকাস দূরত্বকে ধনাত্মক ধরা হয়। 
    ৩. সকল অসদ দূরত্ব ঋণাত্মক। যে দূরত্ব আলোক রশ্মি প্রকৃতপক্ষে অতিক্রম করে না কিন্তু অতিক্রম করেছে বলে মনে হয় সেই দূরত্বকে অসদ দূরত্ব বলে। অসদ লক্ষবস্তু, অসদ বিম্ব, অসদ ফোকাসের দূরত্বকে ঋণাত্মক ধরা হয়।






    1. Report
  3. Question:লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সংজ্ঞা দাও। 

    Answer
    লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য dদিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।






    1. Report
  4. Question:উত্তল লেন্সে কী? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ মোটা এবং প্রান্ত বা কিনারার দিক ক্রমশ সরু হয় তাকে উত্তল লেন্স বলে।






    1. Report
  5. Question:উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? 

    Answer
    সমান্তরাল রশ্মিগুচ্ছকে কোনো উত্তল লেন্সের মধ্য দিয়ে পাঠালে প্রতিসরণের পর ঐ রশ্মিগুচ্ছ একটি বিন্দুমুখী অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। এ কারণে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd