Question:লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বেঁকে যায় কেন তা ব্যাখ্যা কর।
Answer
লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি বেঁকে যায় বা দিক পরিবর্তন করে। লেন্স কাচের তৈরি এবং বায়ু মাধ্যমে থেকে কাঁচ মাধ্যমে অথবা কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোকরশ্মি প্রবেশকালে মাধ্যমদ্বয়ের আলোকীয় ঘনত্বের ভিন্নতার ফলে দিক পরিবর্তন করে।