পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:লেন্স কী? 

    Answer
    দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।






    1. Report
  2. Question:উত্তল লেন্স ও অবতল লেন্স চেনার উপায় কী? 

    Answer
    সহজেই লেন্সকে চিনতে হলে লেন্সটির খুব কাছে একটি আঙুল রেখে অপরপাশ থেকে দেখতে হয়। প্রতিবিম্বটি সমশীর্ষ এবং বস্তুর তুলনায় আকারে বড় হলে বুঝতে হবে লেন্সটি উত্তল। আর প্রতিবিম্বটি সমশীর্ষ কিন্তু বস্তুর তুলনায় আকারে ছেঅট হলে বুঝতে হবে লেন্সটি অবতল। এছাড়া উত্তল লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা হয়।






    1. Report
  3. Question:অবতল লেন্স কী? 

    Answer
    যে লেন্সের মধ্যভাগ সরু এবং প্রান্তের দিক ক্রমশ মোটা হয় তাকে অবতল লেন্স বলে।






    1. Report
  4. Question:অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন? 

    Answer
    সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অবতল লেন্সের মধ্য দিয়ে পাঠালে প্রতিসরণের পর ঐ রশ্মিগুচ্ছ অপসারী বা কেন্দ্রবহির্মুখী রশ্মিগুচ্ছ রূপে নির্গত হয়। সমান্তরাল রশ্মিগুলো অবতল লেন্সে প্রতিসরণের পর একে অপরের থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে এবং প্রতিসরিত রশ্মিগুলো পেছনের দিকে বর্ধিত করলে এরা একটি বিন্দুতে মিলিত হয়। এ কারণে অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়।






    1. Report
  5. Question:উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান ফোকাস এর সংজ্ঞা দাও। 

    Answer
    উত্তল লেন্সের ক্ষেত্রে লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল ও নিকটবর্তী আলোকরশ্মিগুচ্ছ প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সের প্রধান ফোকাস বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd