Question:স্পর্শ বল কাকে বলে?
Answer
যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বলে।
Question:স্পর্শ বল কাকে বলে?
যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বলে।
Question:বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে কিনা ব্যাখ্যা কর।
বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর ত্বরণ থাকে। আমরা জানি, বস্তুর বেগের মান বা দিক যেকোনো একটি পরিবর্তন হলেই ত্বরণ সৃষ্টি হয়। বৃত্তাকার পথে সুষম দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর বেগের মান পরিবর্তন না হলেও প্রতি মুহূর্তে বেগের দিক পরিবর্তন হচ্ছে। তাই এক্ষেত্রে বস্তুর ত্বরণ থাকে।
Question:স্পর্শ বল কাকে বলে?
যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।
Question:সাম্য বল কাকে বলে?
কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য হয় অর্থাৎ ব্স্তুর কোনো ত্বরণ না হয় তাহলে সেই বলগুলোকে সাম্য বল বলে।
Question:গতির উপর বলের দুটি প্রভাব লিখ।
গতির উপর বলের দুটি প্রভাব হলো- (ক) প্রযুক্ত বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে। (খ) প্রযুক্ত বল গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি বা হ্রাস করতে পারে।