পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:ক্যারাম বোর্ড খেলায় নিচের গুটিকে স্টাইকার দ্বারা আঘাত করলে উপরে থাকা গুটিটি নিচের গুটিটির জায়গায় পরে থাকে কেন? 

    Answer
    ক্যারাম বোর্ড খেলায় নিচের গুটিকে স্টাইকার দ্বারা আঘাত করলে উপরে থাকা গুটিটি স্থিতি জড়তার দরুণ নিচের গুটির জায়গায় পড়ে থাকে।
    আমরা জানি, স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা হলো স্থিতি জড়তা। বল প্রয়োগে নিচের গুটিটি সরে গেলে উপরের গুটিটি স্থির অবস্থা হতে গতিশীল হয়ে কিছু উলম্ব দূরত্ব অতিক্রম করে নিচের গুটির অবস্থানে পুনরায় স্থির অবস্থা প্রাপ্ত হয়।






    1. Report
  2. Question:1 নিউটন বল কাকে বলে? 

    Answer
    যে পরিমাণ বল 1kg ভরে বস্তুর ওপর ক্রিয়া করে তাতে `1ms^(-2)` ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বল বলে।






    1. Report
  3. Question:কোনো বস্তুর জড়তা এর কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    কোনো বস্তুর জড়তা এর ভরের ওপর নির্ভর করে।






    1. Report
  4. Question:ক্রিয়া ও প্রতিক্রিয়া কীভাবে সম্পর্কিত ব্যাখ্যা কর। 

    Answer
    নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বলের মান সমান কিন্তু েএদের দিক বিপরীতমুখী। যদি P ও Q দুটি বস্তুর মধ্যে P বস্তুটি যদি Q বস্তুটির ওপর `F_1` বল প্রয়োগ করে তখন Q বস্তুটিও P বস্তুর উপর সমান ও বিপরীতমুখী বল `F_2` প্রয়োগ করবে। এখানে P বস্তু কর্তৃক Q বস্তুর উপর প্রযুক্ত বলকে ক্রিয়া বল এবং Q বস্তু কর্তৃক P বস্তুর ওপর প্রযুক্ত বলকে প্রতি্ক্রিয়া বল বলে।






    1. Report
  5. Question:কোন বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়? 

    Answer
    দুর্বল নিউক্লীয় বলের কারণে নিউক্লিয়াস হতে বিটাক্ষয় হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd