Question:ক্যারাম বোর্ড খেলায় নিচের গুটিকে স্টাইকার দ্বারা আঘাত করলে উপরে থাকা গুটিটি নিচের গুটিটির জায়গায় পরে থাকে কেন?
Answer
ক্যারাম বোর্ড খেলায় নিচের গুটিকে স্টাইকার দ্বারা আঘাত করলে উপরে থাকা গুটিটি স্থিতি জড়তার দরুণ নিচের গুটির জায়গায় পড়ে থাকে। আমরা জানি, স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার প্রবণতা হলো স্থিতি জড়তা। বল প্রয়োগে নিচের গুটিটি সরে গেলে উপরের গুটিটি স্থির অবস্থা হতে গতিশীল হয়ে কিছু উলম্ব দূরত্ব অতিক্রম করে নিচের গুটির অবস্থানে পুনরায় স্থির অবস্থা প্রাপ্ত হয়।