Question:মোটা কম্বল ঝুলিয়ে রেখে বেত দিয়ে আঘাত করলে কম্বল হতে ধুলোবালি ঝড়ে পড়ে কেন?
Answer
মোটা কম্বল ঝুলিয়ে রেখে বেত দিয়ে আঘাত করলে কম্বলের সব জায়গায় আঘাত সমানভাবে পড়ে না। ফলে স্থিতি জড়তার কারণে কম্বলের ধূলোবালি ঝড়ে পড়ে এবং কম্বলটি গতি জড়তার কারণে দূরে সরে যায়।