পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন? 

    Answer
    যখন দুটি সমান ও বিপরীতমুখী বল একই বস্তুর ওপর প্রযু্ক্ত হয়, অর্থাৎ প্রয়োগবিন্দু একই হয়, তখন সাম্য প্রতিষ্ঠা করতে পারে কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি সব সময় দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে, কখনই একই বস্তুর ওপর ক্রিয়া করে না। তাই ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান ও বিপরীতমুখী হলেও বল দুটি কখনও সাম্য প্রতিষ্ঠা করতে পারে না।






    1. Report
  2. Question:বলের ঘাত কাকে বলে? 

    Answer
    বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে।






    1. Report
  3. Question:মহাকর্ষ বল িএকটি অস্পর্শ বল বুঝিয়ে লিখ। 

    Answer
    দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। এই বলের জন্যে স্পর্শের প্রয়োজন হয় না। যেমন সৌরজগতের গ্রহগুলো স্পর্শ ছাড়া সুর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাই মসহাকর্ষ বল অস্পর্শ বল।






    1. Report
  4. Question:আবর্ত ঘর্ষণ কাকে বলে? 

    Answer
    যখন একটি বস্তু অপর একটি তলের উপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।






    1. Report
  5. Question:লুব্রিকেন্ট যন্ত্রপাতিকে কীভাবে ভাল রাখে? 

    Answer
    তেল, মবিল এবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বলে। কোন যন্ত্রাংশের মধ্যবর্তীস্থানে লুব্রিকেন্ট ব্যবহার করলে তলগুলোর মধ্যে ঘর্ষণের পরিমান কমে যায়। ফলে যন্ত্রপাতি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় এবং স্থায়ীত্ব বেড়ে যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd