পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:গাড়ীর টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? 

    Answer
    আমরা জানি ঘর্ষণের কারণে গাড়ী রাস্তায় চলে। গাড়ীর টায়ারের রাবারের উপর বিভিন্ন নকশার খাঁজ গুলো থাকার ফলে টায়ারের পৃষ্ঠ উচু নীচু হয় ফলে টায়ারের সাথে রাস্তার গর্ষণ বৃদ্ধি পায়। এতে চলতে সুবিধা হয়। অন্যথায় টায়ারের মসৃন হলে ভেজা বা পিচ্ছিল রাস্তায় ঘর্ষণ এত কমে যেত যে গাড়ী পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত।






    1. Report
  2. Question:তড়িচ্চুম্বকীয় বল কাকে বলে? 

    Answer
    দুটি চার্জিত বস্তু বা কণা তাদের চার্জের কারণে েএকে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তড়িচ্চুম্বকীয় বল বলে। এই বল আকর্ষনধর্মী বা বিকর্ষণ ধর্মী উভয় প্রকার হতে পারে।






    1. Report
  3. Question:স্থিতি ঘর্ষণ কাকে বলে? 

    Answer
    দুটি তলের একটি অপরটির সাপেক্ষে গতিশীল না হলে এদের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় তা হলো স্থিতি ঘর্ষণ।






    1. Report
  4. Question:মৌলিক বল ক? 

    Answer
    যেসব বল অন্য কোনো বল হতে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয় এবং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপ নয় এবং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে মৌলিক বল বলে।






    1. Report
  5. Question:স্থির অবস্থায় একটি বইয়ের সাম্য বল বুঝিয়ে লিখ। 

    Answer
    একটি বই টেবিলের উপর স্থির থাকলেও বইটির উপর খাড়া নিচের দিকে ওজন বল কাজ করছে এবং নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী টেবিল বইটির উপর সমপরিমাণ উর্ধ্বমুখী বল F প্রয়োগ করছে। এই বল দুটির মান সমান ও বিপরীতমুখী হওয়ায় প্রযুক্ত লব্ধি বলে মান শূন্য। অর্থাৎ বইটির ওপর সাম্য বল ক্রিয়া করছে। কারণ- আমরা জানি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে সাম্যবল বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd