Question:নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়?
Answer
নিউটনের ১ম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়।
Question:নিউটনের কোন গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়?
নিউটনের ১ম গতিসূত্রকে জড়তার সূত্র বলা হয়।
Question:ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব- স্বপক্ষে যুক্তি দাও।
ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। আপাতদৃষ্টিতে মনে হয় ঘর্ষণের কোনো প্রয়োজন নেই। কিন্তু ঘর্ষণ না থাকলে কোনো বস্তু একই বাঁধাহীন পথে অবিরাম চলতে থাকত। আবার ঘর্ষণ না থাকলে আমরা হাটতে পারতাম না, পিছলে যেতাম। কাঠে পেরেক বা স্ক্রু আটকে থাকতো না। দড়িতে কোনো গিরো দেওয়া সম্ভব হতো না। কোনো কিছু আমরা ধরে রাখতে পারতাম না। অর্থাৎ ঘর্ষণ না থাকলে আমরা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতাম। সুত্ররাং ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব।
Question:নিউটনের তৃতীয় সূত্রটি লেখ।
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
Question:স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর।
বাহ্যিক বল প্রয়োগ ব্যতিরেকে স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার ধর্মকে স্থিতি জড়তা বলে। অপর দিকে, গতিশীল বস্তুর সুষম গতিতে একই দিকে চলতে চাওয়ার যে প্রবণতা তাকে গতি জড়তা বলা হয়। সুতরাং স্থিতি জড়তা থাকে স্থির বস্তুসমূহের এবং গতি জড়তা থাকে গতিশীল বস্তুসমূহে।
Question:ভরবেগ কী রাশি?
ভরবেগ ভেক্টর রাশি।