পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:পাহাড়ের আরোহীরা চক পাউডার ব্যবহার করেন কেন? 

    Answer
    পাহাড়ের আরোহীরা পাহাড়ের শিখস্তম্ব বা পাহাড়ের তলকে ভালভাবে পা এবং জাতি দ্বারা আঁকড়ে ধরে রাখতে চক পাউডার ব্যবহার করে।






    1. Report
  2. Question:ভৌত রাশির মাত্রা কী? 

    Answer
    কোনো ভৌত রাশিতে উপস্থিতি মৌলিক রাশিগুলোর সূচককে রাশিটির মাত্রা বলে।






    1. Report
  3. Question:”ভর জড়তার পরিমাপক”- ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি ভিন্ন ভরের দুটি বস্তু নিয়ে বস্তুদ্বয়কে স্থির অবস্থা থেকে গতিশীল করতে চািইলে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টার দরকার হবে। একইভাবে বস্তুদ্বয় যদি গতিশীল থাকে তবে তাদেরকে থামানোর ক্ষেত্রে ভারী বস্তুর ক্ষেত্রে বেশি প্রচেষ্টা করতে হবে। এজন্যই বলা হয় ভর হল জড়তার পমিমাপক।






    1. Report
  4. Question:কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে বস্তুটি স্থির থাকবে- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হওয়া মানে তাতে ত্বরণের মান শূন্য। আর যেহেতু স্থিতিশীল বস্তুকে গতিশীল করার জন্য ত্বরণের প্রয়োজন তাই  ত্বরণের মান শূন্য হওয়া মানে বস্তুটি স্থির থাকবে।






    1. Report
  5. Question:ঘর্ষণ বল কী ধরনের বল? 

    Answer
    ঘর্ষন বল হলো স্পর্শ বল।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd