Question:নিউটনের প্রথম সূত্র থেকে কয়টি বিষয়ে ধারণা পাওয়া যায়?
Answer
নিউটরেন প্রথম সূত্র থেরেক দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়।
Question:নিউটনের প্রথম সূত্র থেকে কয়টি বিষয়ে ধারণা পাওয়া যায়?
নিউটরেন প্রথম সূত্র থেরেক দুটি বিষয়ের ধারণা পাওয়া যায়।
Question:জড়তা কাকে বলে? জড়তা কয় প্রকার?
বস্তু গতির যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। জড়তা দুই প্রকার। যথা- ক. গতি জড়তা ও খ. স্থিতি জড়তা।
Question:বল কাকে বলে?
যা স্থির বস্তুর ওপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা যা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
Question:কোনো বস্তুর জড়তা কী দ্বারা পরিমাপ করা হয়?
কোনো স্থির বস্তুর জড়তা ভর দ্বারা পরিমাপ করা যায়।
Question:সাম্য বল ও অসাম্য বল বলতে কী বুঝ?
যে সকল বলের প্রয়োগের ফলে কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকে তাদেরকে সাম্য বল বলে। যে বল বা বলসমূহের প্রয়োগের ফলে বস্তু সাম্যাবস্থায় না থেকে এর উপর একটি লব্ধিবল ক্রিয়া করবে ঐ বল বা বলসমূহকে অসাম্য বল বলে।