Question:অস্পর্শ বল কাকে বলে?
Answer
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পশর্ে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
Question:অস্পর্শ বল কাকে বলে?
দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পশর্ে ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
Question:দুর্বল নিউক্লীয় বল কাকে বলে?
যে স্বল্প পাল্লায় এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।
Question:সবল নিউক্লীয় বল কাকে বলে?
পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে দুটি নিউক্লীয়নের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লীয় বল বলে।
Question:বিসর্প ঘর্ষণ কী?
যখন একটি বস্তু অন্য একটি বস্তুর তথা তলের উপর দিয়ে পিছলিয়ে বা ঘষে চলতে চেষ্টা করে বা চলে তখন যে ঘর্ষণের সৃষ্টি হয় তাকে পিছলানো ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ বলে।
Question:প্রবহী ঘর্ষণ কাকে বলে?
যখন কোনো বস্তু কোনো প্রবাহী পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।