পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:লুব্রিকেন্ট কী? 

    Answer
    তেল, মবিল িএবং গ্রীজ জাতীয় পদার্থকে সংক্ষেপে লুব্রিকেন্ট বা পিচ্ছিলকারী পদার্থ বলে।






    1. Report
  2. Question:কোন সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়? 

    Answer
    নিউটনের গতিবিষয়ক প্রথম সূত্র থেকে।






    1. Report
  3. Question:অভিকর্ষ বল কাকে বলে? 

    Answer
    পৃথিবী যখন কোনো বস্তুর উপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।






    1. Report
  4. Question:অসাম্য বল কাকে বলে? 

    Answer
    যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে।






    1. Report
  5. Question:নিউটনের ৩য় সূত্র হতে কোন সূত্রটি বের করা যায়? 

    Answer
    নিউটনের ৩য় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র বের করা যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd