Question:যান্ত্রিক শক্তি কীভাবে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে?
Answer
যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হওয়া এর উদাহরণ। কলমকে খালি মুখে ফুঁ দিলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। পানি যখন পাহাড় পর্বতের উ;পরে থাকে তখন তাতে বিভব শক্তি সঞ্চিত থাকে। এই পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন বিভব শক্তি গতিশীক্ততে পরিণত হয়। এই পানি প্রবাহের সাহায্যে চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এভাবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়।