Question:শক্তির একক কী?
Answer
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাই শক্তি ও কাজের একক অভিন্ন। সুতরাং শক্তির একক জুল।
Question:শক্তির একক কী?
কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাই শক্তি ও কাজের একক অভিন্ন। সুতরাং শক্তির একক জুল।
Question:কাজ বলতে কী বোঝায়?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। সুতরাং, কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব। কোনো বস্তুর উপর F বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে তবে কৃত কাজ W হবে, w = Fs কাজ অদিক রাশি এবং এর একক জুল।
Question:যান্ত্রিক শক্তি কত প্রকার- ব্যাখ্যা কর।
যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা: গতি শক্তি ও বিভব শক্তি। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতি শক্তি বলে, গতি শক্তিকে `1/2mv^2` সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। অবস্থান পরিবর্তনের কারণের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে, গতি শক্তিকে mgh সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়।
Question:কাজ ক?
কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়। সুতরাং কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব।
Question:আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি কী?
আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি হলো `E = mc^2`