পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:শক্তির একক কী? 

    Answer
    কোনো বস্তুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাই শক্তি ও কাজের একক অভিন্ন। সুতরাং শক্তির একক জুল।






    1. Report
  2. Question:কাজ বলতে কী বোঝায়? 

    Answer
    কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়।
    সুতরাং, কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব।
    কোনো বস্তুর উপর F বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে s দূরত্ব অতিক্রম করে তবে কৃত কাজ W হবে, w = Fs
    কাজ অদিক রাশি এবং এর একক জুল।






    1. Report
  3. Question:যান্ত্রিক শক্তি কত প্রকার- ব্যাখ্যা কর। 

    Answer
    যান্ত্রিক শক্তি দুই প্রকার, যথা: গতি শক্তি ও বিভব শক্তি।
    কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার গতি শক্তি বলে, গতি শক্তিকে `1/2mv^2` সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়।
    অবস্থান পরিবর্তনের কারণের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার বিভব শক্তি বলে, গতি শক্তিকে mgh সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়।






    1. Report
  4. Question:কাজ ক? 

    Answer
    কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফল দ্বারা কাজ পরিমাপ করা হয়।
    সুতরাং কাজ = বল x বলের দিকে অতিক্রান্ত দূরত্ব।






    1. Report
  5. Question:আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি কী? 

    Answer
    আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি হলো `E = mc^2`






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd