পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:এক ওয়াট কী? 

    Answer
    এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে এক ওয়াট বলে।






    1. Report
  2. Question:কোন সচল বস্তু কোন শক্তি অধিকারী? 

    Answer
    যেকোন সচল বস্তু গতিশক্তির অধিকারী।






    1. Report
  3. Question:ঢিল ছুঁড়লে আম বা বরই বৃন্তচ্যুত হয় কীভাবে? 

    Answer
    ঢিল ছুঁড়লে ঢিলের গতি তথা গতিশক্তির কারণে আম বা বরই গতি জড়তা প্রাপ্ত হয় এবং আম বা বরই বৃন্তচ্যুত হয়ে পড়ে যায়।






    1. Report
  4. Question:বায়ুকল কি? 

    Answer
    বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক বা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের যন্ত্রকে বায়ুকল বলে।






    1. Report
  5. Question:ভর হতে নিউক্লিয় শক্তির উৎপাদন উপযুক্ত সমীকরণসহ ব্যাখ্যা কর। 

    Answer
    নিউক্লীয় বিক্রিয়ায় সাধারণত পদার্থ তথা ভর শক্তিতে রূপান্তরিত হয়। অবশ্য নিউক্লীয় বিক্রিয়ায় মোট ভরের কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ শক্তিতে রূপান্তরিত হয়। পদার্থ শক্তিতে রূপান্তরিত হলে যদি E পরিমাণ শক্তি পাওয়া যায়, তাহলে `E = mc^2`। এখানে m হলো শক্তিতে রূপান্তরিত ভর এবং c হচ্ছে আলো বেগর যা `3xx10^8ms^(-1)` এর সমান।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd