Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে?
Answer
গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে বিভব শক্তি জমা থাকে।
Question:গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে কোন শক্তি বিদ্যমান থাকে?
গাছে ঝুলে থাকা অবস্থায় আমের মধ্যে বিভব শক্তি জমা থাকে।
Question:গতিশক্তি বলতে কী বুঝ?
কোনো গতিশীল বস্তুর তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
Question:কর্মদক্ষতা কাকে বলে?
লভ্য কার্যকর ক্ষমতা ও মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে।
Question:কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% বলতে কী বুঝায়?
কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% বলতে বুঝায়, ইঞ্জিনটিতে 100J শক্তি প্রদান করলে 40J কার্যকর শক্তি পাওয়া যায়। এবং বাকি 60% শক্তির অপচয় হয়।
Question:শক্তি ও কাজের একক অভিন্ন কেন? ব্যাখ্যা কর।
কাজ করতে শক্তির প্রয়োজন। কোনো কাজ করলে সমপরিমাণ শক্তির রূপান্তর ঘটে। সম্পন্ন কাজের দ্বারাই শক্তি পরিমাপ করা হয়। তাই কাজ ও শক্তির একক অভিন্ন।