Question:নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো বর্ণনা কর।
Answer
নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এর উৎস অফুরন্ত অর্থাৎ এ উৎস শেষ হবার কোনো আশঙ্কা নেই। অনন্তকাল ধরে এই উৎস থেকে আমরা অবিরাম শক্তি পেতে পারি। যেমন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সূর্য রশ্মি, বায়োগ্যাস ইত্যাদি। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এগুযলো হতে বিদ্যুৎ শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরের সময় পরিবেশ দুষিত হয়না।