পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো বর্ণনা কর। 

    Answer
    নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এর উৎস অফুরন্ত অর্থাৎ এ উৎস শেষ হবার কোনো আশঙ্কা নেই। অনন্তকাল ধরে এই উৎস থেকে আমরা অবিরাম শক্তি পেতে পারি। যেমন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, সূর্য রশ্মি, বায়োগ্যাস ইত্যাদি। নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সুবিধাগুলো হলো এগুযলো হতে বিদ্যুৎ শক্তি বা অন্য শক্তিতে রূপান্তরের সময় পরিবেশ দুষিত হয়না।






    1. Report
  2. Question:কাজের মাত্রা লিখ। 

    Answer
    কাজের মাত্রা সমীকরণ, `[W]=MLT^-2`






    1. Report
  3. Question:লভ্য কার্যকর শক্তি কি? 

    Answer
    ইঞ্জিন থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে লভ্য কার্যকর শক্তি বলে।






    1. Report
  4. Question:একই বেগের তোমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলে কোন বল কর্তৃক আঘাত বেশি হবে এবং কেন? 

    Answer
    একই বেগে আমার দিকে একটি হালকা টেনিস বল আর একটি ভারী ক্রিকেট বল নিক্ষেপ করা হলে ভারী ক্রিকেট বল কর্তৃক আঘাত বেশি হবে কারণ ভারী ক্রিকেট বলের ভর বেশি হওয়ায় এর গতি শক্তি বেশি।






    1. Report
  5. Question:এক অশ্বক্ষমতা সমান কত ওয়াট? 

    Answer
    এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd