আবহাওয়া ও জলবায়ু



  1. Question:বায়ুচাপ কী? 

    Answer
    বায়ু তার ওজরে কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাকে বায়ুচাপ বলে।






    1. Report
  2. Question:কীভাবে নিম্নপাচ সৃষ্টি হয়? 

    Answer
    কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায। একে নিম্নচাপ বলে। দিনে স্থলভাগ জলভাগ থেকে তুলনামূলকভাবে বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ঐ স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে।






    1. Report
  3. Question:কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? 

    Answer
    কোনো স্থানের তাপমাত্রা বেশি হলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুচাপ কমে যায। একে নিম্নচাপ বলে। দিনে স্থলভাগ জলভাগ থেকে তুলনামূলকভাবে বেশি উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ঐ স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে।






    1. Report
  4. Question:বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? 

    Answer
    বর্ষাকালে সূর্য বাংলাদেশের উপর খাড়াভাবে কিরণ দেয়। তাই বাংলাদেশে তখন প্রচুর গরম ও বায়ুচাপ কম থাকে। এসময়ে বাংলাদেশের দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগর এলাকা থেকে এদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ থেকে এই বায়ু প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্পপূর্ণ বায়ুর কারণে বর্ষাকালে বায়ু আর্দ্র থাকে। এ জন্য বাংলাদেশে বর্ষকালে অধিক বৃষ্টিপাত হয়।






    1. Report
  5. Question:কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    বৈশাখ মাসে সুর্য বাংলাদেশ ও তার দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়। ফলে দুপুরে এ অঞ্চলের বায়ু হালকা হয়। এই হালকা বায়ু উপরে উঠে যায়। এভাবে বিকেলের দিকে এ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এসময় দেশের উত্তরে ও হিমালয়ের বায়ুর চাপ বেশি থাকে। উত্তরের উচ্চচাপের বায়ু দক্ষিণের নিম্নচাপের বায়ুর দিকে ধাবিত হয়ে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd