Question:তাপদাহ কাকে বলে?
Answer
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে তাপদাহ বলা হয।
Question:তাপদাহ কাকে বলে?
অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে তাপদাহ বলা হয।
Question:শৈত্য প্রবাহ কীভাবে সৃষ্টি হয়?
শীতকালে উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এসময় তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে গিয়ে শৈত্য প্রবাহ সৃষ্টি হয়।
Question:কালবৈশাখী কী?
গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড়হয় তাই কালবৈশাখী নামে পরিচিত।
Question:টর্নেডো কী?
টর্নেডো হলে সরু, র্ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ু প্রবাহ।
Question:টর্নেডো ফলে ঘটা ৩টি ক্ষয়ক্ষতির উদাহরণ দাও।
টর্নেডো ফলে ঘটা ৩টি ক্ষয়ক্ষতি হলো- ১. ঘর বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যাওয়া। ২. দেয়াল ভেঙ্গে পড়া। ৩. ফসলের ব্যাপক ক্ষতি হওয়া।