আমাদের জীবনে তথ্য



  1. Question:তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লেখ। 

    Answer
    তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্র হলো- পেনড্রাইভ, ডিভিডি, মেমরিকার্ড।






    1. Report
  2. Question:কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়? 

    Answer
    কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও মোবাইল ফোন ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।






    1. Report
  3. Question:তথ্য কেন গুরুত্বপূর্ণ? 

    Answer
    তথ্য আমাদের জ্ঞান ভান্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।






    1. Report
  4. Question:ইন্টারনট কী? 

    Answer
    ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। যার মাধ্যমে মুহুর্তেই সকল স্থানের খবরাখবর জানা যায়।






    1. Report
  5. Question:বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" এর নাম লেখ। 

    Answer
    বাংলাদেশে ব্যবহৃত তিনটি "Search engine" হলো-
    গুগল (google) ইয়াহু (yahoo) ও পিপীলিকা (pipilika)।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd