আমাদের জীবনে তথ্য



  1. Question:তথ্য বিনিময়ের গুরুত্ব ৫টি বাক্যে লেখ। 

    Answer
    আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তথ্য বিনিময়ের গুরুত্ব অপরিসীম। যেমন- দেশে সংক্রামক রোগ ফ্লু ছড়িয়ে পড়বে এ তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে। মানুষ এ তথ্যটি ব্যবহার করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আবার জলোচ্ছাস হবার বিষয়ে আবহাওয়াবিদরা সতর্করা জারি করলে সমুদ্র উপকূলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। সমুদ্রে মাছ ধরার ট্রলারও জাহাজগুলো নিরাপদ আশ্রয়ে থেকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারবে।






    1. Report
  2. Question:কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ দাও। 

    Answer
    কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় তার পঁচাটি উদাহরণ হলো-
    ১. টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে আমরা মানুষর সাথে কথা বলতে পারি।
    ২. তথ্য আদান-প্রদানের জন্য আমরা চিঠি লিখতে পারি।
    ৩. ক্যামেরার মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি।
    ৪. মোবাইলের খুদে বার্তা (এস.এম.এস), কম্পিউটারে ই-মেইলের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা যায়।
    ৫. বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন-ফেসবুক বা টুইটার ব্যবহার করেও তথ্য বিনিময় করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd