Question:আইসিটি ব্যবহার করে সহজেই কী কী কাজ করা যায়?
Answer
আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়।
Question:আইসিটি ব্যবহার করে সহজেই কী কী কাজ করা যায়?
আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়।
Question:আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ৪টি মাধ্যমের নাম লিখ।
আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ৪টি মাধ্যম হলো- ১. বই; ২. খবরের কাগজ; ৩. টেলিভিশন ও ৪. রেডিও।
Question:ইন্টারনেটের তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখ।
ইন্টারনেটের তিনটি সার্চ ইঞ্জিন হলো- ১. গুগল; ২. ইয়াহু ও ৩. পিপীলিকা।
Question:ইন্টারনেট কী কী কাজে লাগে দুইটি বাক্যে লেখ। তথ্য সংরক্ষণের তিনটি উপায় লেখ।
ইন্টারনেট কী কী কাজে লাগে দেওয়া হলো- ১. তথ্য সংগ্রহ করতে ২. তথ্য আদান-প্রদান করতে তথ্য সংরক্ষণের তিনটি উপায় নিচে দেওয়া হলো- ১. খাতায় লিখে তথ্য সংরক্ষণ করা যায়। ২. ছবি তুলে বা ভিডিও করে তথ্য সংরক্ষণ করা যায়। ৩. তথ্য সংরক্ষণ প্রুযুক্তি, যেমন-পেন ড্রাইভ, সিডি, ভিসিডি মেমরি কার্ড ইত্যাদি ব্যবহার করে তথ্য সংরক্ষণ করা যায়।
Question:দিশা তার বন্ধু বান্ধব পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গেমিশে অনেক কিছু জানতে ও জানাতে পারে। দিশার এই জানার প্রক্রিয়াকে কী বলে? এই প্রক্রিয়া দিশাকে কীভাবে সাহায্য করে? এটি কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?
দিশা যে প্রক্রিয়ায় কোনো তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করে তাকে তথ্য বিনিময় বলে। তথ্য বিনিময় দিশাকে নিরাপদ থাকতে, ভালোভাবে বাচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য বিনিময় ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ।