আমাদের জীবনে প্রযুক্তি



  1. Question:প্রাচীনকালে প্রযুক্তির ব্যাপক ব্যবহার ছিল না, তারা সরল প্রযুক্তির উদ্ভাবন করেছিল। তাদের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ দাও। তাদের পরবর্তী শিল্প প্রযুক্তির নাম লিখ। 

    Answer
    প্রাচীন কালের মানুষের উদ্ভাবিত ৪টি প্রযুক্তির উদাহরণ নিম্নরূপ:
    ১. হাতিয়ার; ২. আগুন; ৩. চাকা; ৪. ধাতব যন্ত্রপাতি।
    প্রাচীন প্রযুক্তির পর আঠারো শতকের শিল্পপ্রযুক্তির উন্নয়ন ঘটেছে। যেমন- কৃষি, শিল্পকারখানা ও পরিবহন।






    1. Report
  2. Question:বিজ্ঞানীরা খালি চোখে দেখা যায় না এমন বস্তু দেখার যন্ত্র আবিষ্কার করেছেন। সেই সাথে কৃষিতেও প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। তাদরে আবিষ্কৃত যন্ত্রের নাম কী? উক্ত ক্ষেত্র দুটির প্রযুক্তির ব্যবহার লেখ। 

    Answer
    খালি চোখে দেখা যায় না এমন জিনিস অনুসন্ধানে বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন।
    বিজ্ঞানীরা কৃষিতে রাসায়নিক ও জৈব প্রযুক্তির ব্যবহার ঘটিয়েছেন। নিম্নে এই প্রযুক্তির ব্যবহার দেওয়া হলো:
    ১. রাসায়নিক পদার্থ ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে অধিক খাদ্য উৎপাদনে ভূমিকা রাখছে।
    ২. জৈব প্রযুক্তির মাধ্যমে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে, যা অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকা-মাকড় প্রতিরোধী।






    1. Report
  3. Question:প্রযুক্তি আমাদের জীবকে উন্নত করেছে, কিন্তু উন্নত প্রযুক্তি পরিবেশের ওপর প্রভাব ফেলেছে। পরিবেশের ওপর এর প্রভাব ফেলেছে। পরিবেশের ওপর এর প্রভাব ৫টি বাক্যে লেখ। 

    Answer
    উন্নত প্রযুক্তি যে প্রভাব ফেলেছে তা হলো পরিবেশ দূষণ। যেমন-
    ১. বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পোড়ানোর ফলে বায়ু দূষিত হয়।
    ২. কল-কারখানার কালো ধোঁয়া বাতাসে মিশে এসিড বৃষ্টি ঘটায়।
    ৩. বায়ু দূষণের ফলে বৈশ্বিক উষ্ণায়ন সৃষ্টি হয়।
    ৪. রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি দূষিত হয়।
    ৫. অধিক কীটনাশক ব্যবহার মাটি ও পানি উভয়কেই দূষিত করে।






    1. Report
  4. Question:রুম্পা মাঠে খেলাধুলা আর পড়াশুনা না করে সারাদিন টিভি আর কম্পিউটার নিয়ে বসে থাকে। এতে তার যে ক্ষতি হবে তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    প্রযুক্তির ব্যবহার রুম্পাকে নেশায় পরিণত করেছে। এতে রুম্পার যা ক্ষতি হতে পারে তার হলো-
    ১. সময়ের অপচয় ঘটাবে।
    ২. পড়াশুনায় মনোযোগ নষ্ট করবে।
    ৩. খেলাধুলা ও ব্যায়ামে বাধা সৃষ্টি করবে।
    ৪. মুক্তচিন্তায় ব্যঘাত ঘটাবে।
    ৫. তার স্বাস্থ্যহানী ঘটবে।






    1. Report
  5. Question:প্রযুক্তি আমাদের জীবনে কীভাবে প্রভাব রাখে তা পাঁচটি বাক্যে লেখ। 

    Answer
    প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি ও পদ্ধতির উদ্ভাবন করে। যেমন- বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে গবেষণা করে এ সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান সৃষ্টি করেছেন। এ বৈজ্ঞানিক জ্ঞান আবার রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবনে কাজে লাগানো হয়েছে। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, যাতায়াত ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানুষ এখন উন্নত জীবন যাপন করে চলেছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd