জলবায়ুর পরিবর্তন



  1. Question:বাংলাদেশে হয় এমন চারটি প্রাকৃতিক দুর্যগের নাম লেখ । 

    Answer
    বাংলাদেশে হয় এমন চারটি প্রাকৃতিক দুর্যগের নাম হলো ১. ঘুর্নিঝড় ২. জলোচ্ছাস ৩. বন্যা ৪. নদীভাঙ্গন ।






    1. Report
  2. Question:‍গ্রিন হাউস কী ? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ । জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করনীয় লেখ । 

    Answer
    শীত প্রধান দেশে সবুজ সাকসবজি চাষের জন্য কাঁচের বা প্লাস্টিকের যেসব ঘর তৈরী করা হয় তাদের গ্রিন হাউস বলা হয় । 
    একটি গ্রিন হাউস গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড । 
    জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করনীয় হলো -
    ১. কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানে কমিয়ে তার বদলে নবায়নযোগ্য জ্বালানি, যেমন সৌরশক্তি বায়ুপ্রবাহ ইত্যাদি ব্যাবহার করা । 
    ২. বিদ্যুৎ গ্যাস ইত্যাদি যতদূর সম্ভব কম ব্যাবহার করা । 
    ৩. বেশি করে গাছ লাগানো ।






    1. Report
  3. Question:পৃথিবীর বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ায় কারন গলোর পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    পৃথিবীর বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারনগুলো হলো -
    ১. প্রাকৃতিক জ্বালানি, যেমন - কাঠ,পাতা, জৈব পদার্থ ইত্যাদি পদার্থ পোড়ানো । 
    ২. জীবাশ্ন জালানি, যেমন - কয়লা, তেল, গ্রাস ইত্যাদি ব্যাবহার । 
    ৩. যানবাহন ও কলকারখানার কালো ধোয়ার মাধ্যমে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় । 
    ৪. এছাড়াও বেশি বেশি গাছপালা কাটা বা বন উজাড় করার ফলে বাতাসের কার্বন ডাইঅক্সাইড গ্রহীতার পরিমান কমে যাচ্ছে ।






    1. Report
  4. Question:শীত প্রধান দেশে কী উদ্দেশ্যে গ্রিনহাউস বানানো হয় ? বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার তিনটি কারন লেখ । 

    Answer
    শীত প্রধান দেশে তীব্র শীতেঁর কারনে গাছপালা বেচে থাকতে পারেনা । সেখানে সুর্যর তাপ ধরে রাখার জন্য কাঁচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ সাকসবজি চাষ করার উদ্দেশ্যে গ্রিন হাউস  বানানো হয় । বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার তিনটি কারন হলো - 
    ১. পৃথিবীর বিভিন্ন স্থানে কলকারখানা ও যানবাহনে কয়লা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে , ফলে বায়ুমন্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে ।
     ২. বন উজাড় করে ফেলার কারনে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের শোষন কমে যাচ্ছে ফলে এর পরিমান বেড়ে যাচ্ছে । 
    ৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাচ্ছে ।






    1. Report
  5. Question:বৈশিক উঞ্চায়ন কী ? জলবায়ু রোধের তিনটি কারনীয় লেখ । 

    Answer
    বায়ুমন্ডল কার্বন ডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে বৈশিক উঞ্চায়ন বলে । 
    জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করনীয় হলো -
    ১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়ানে কমিয়ে তার বদলে নবায়নযোগ্য জ্বালানি, যেমন - সৌরশক্তি, বায়ুপ্রবাহ ইত্যাদি ব্যাবহার করা । 
    ৩.বিদ্যুৎ গ্যাস ইত্যাদি যতদুর সম্ভব কম ব্যাবহার করা । 
    ৪. বেশি করে গাছ লাগানো ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd