Question:পৃথিবীর জলবায়ু কোন ধরনের পরিবর্তিত হচ্ছে?
Answer
বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
Question:পৃথিবীর জলবায়ু কোন ধরনের পরিবর্তিত হচ্ছে?
বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
Question:বায়ুমণ্ডল কী?
বায়ুমন্ডল হলো পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর।
Question:জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ দাও।
জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয় এমন তিনটি উদাহরণ হলো- ১. ঘূণিঝড় ২. জলোচ্ছ্বাস; ৩. বন্যা; ৪. নদীভাঙন।
Question:প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে কী প্রধান ভূমিকা রাখে?
প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টিতে জলবায়ু প্রধান ভূমিকা রাখে।
Question:গ্রিন হাউস কী? একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখ। জলবায়ু পরিবর্ত রোধে আমাদের তিনটি করণীয় লেখ।
শীত প্রধান দেশে সবুজ শাকসবজি চাষের জন্য কাঁচের বা প্লাস্টিকের যেসব ঘর তৈরি করা হয় তাদের গ্রিন হাউস বলা হয়। একটি গ্রিন হাউজ গ্যাসের নাম হলো- কার্বন ডাইঅক্সাইড। জলবায়ু পরিবর্তন রোধে আমাদের তিনটি করণীয় হলো- ১. কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পোড়গানো কমিয়ে তার বদলে নবায়যোগ্য জ্বালানি, যেমন- সৌরশক্তি, বায়ুপ্রাবাহ ইত্যাদি ব্যবহার করা। ২. বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি যতদূর সম্ভব কম ব্যবহার করা। ৩. বেশি করে গাছ লাগানো।