জলবায়ুর পরিবর্তন



  1. Question:জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তা ৫টি বাক্যে লেখ। 

    Answer
    জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কীভাবে খাপ খাওয়াতে পারি তা ৫টি বাক্যে লেখা হলো-
    ১. ঘরবাড়ি, বিদ্যালয়, কলাকারখানা ইত্যাদি অবকাঠামোর উন্নয়ন করা।
    ২. বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা।
    ৩. উপকূলীয় বন সৃষ্টি করা।
    ৪. লবণাক্ত পরিবেশ বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করা।
    ৫. জীবনযাপনের ধরন পরিবর্তন করা।






    1. Report
  2. Question:প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ লেখ । 

    Answer
    প্রাকৃতিক ‍দুর্যোগের একটি কারণ হলো - গাছপালা কেটে বনভূমি ধংস করা ।






    1. Report
  3. Question:বৈশ্বিক উঞ্চায়ন কাকে বলে ? 

    Answer
    পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উঞ্চায়ন বলে ।






    1. Report
  4. Question:গ্রিন হাউস বলতে কী বোঝায় ? 

    Answer
    শীতপ্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারেনা । সেখানে কাচের বা প্লাস্টিকের ঘর বানিয়ে সবুজ সাকসবজি চাষ করা হয় । এ রকম ঘরকে গ্রিন হাউস বলে ।






    1. Report
  5. Question:বাংলাদেশের জলবায়ু কেমন । 

    Answer
    বাংলাদেশের জলবায়ু উঞ্চ এবং আদ্রতা ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd