বায়ু



  1. Question:মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে? 

    Answer
    মানুষ তার দৈনন্দিন জীবনে নানাভাবে বায়ুপ্রবাহকে ব্যবহার করে। যেমন-
    ১. বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনে।
    ২. ফসল ঝেড়ে ময়লা দূর করতে।
    ৩. পালতোলা নৌকা চালাতে।
    ৪. ভেজর চুল ও ভেজা কাপড় শুকাতে।
    ৫. শরীরকে ঠাণ্ডা রাখতে।






    1. Report
  2. Question:মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাসমূহ কী? 

    Answer
    মানুষেল স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ নিম্নরূপ-
    ১. ফুসফুসের ক্যান্সার; ২. শ্বাসজনিত রোগ; ৩. হৃদরোগ ইত্যাদি।






    1. Report
  3. Question:বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লেখ। 

    Answer
    বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় নিম্নরূপ-
    ১. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার বন্ধ করা।
    ২. কালো ধোঁয়া উৎপাদন ব্যবহর বন্ধ করা।
    ৩. বেশি করে গাছ লাগানো






    1. Report
  4. Question:বায়ু দূষণের কারণ কী? 

    Answer
    বায়ু দূষণের কারণ হলো মাুনষেল বিভিন্ন কর্মকাণ্ড। যেমন - মানুষ কলকারখানা ও যানবাহন চালাতে জীবাষ্ম জ্বালানি পোড়াচ্ছে এর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে যা বায়ুকে দূষিত করছে।






    1. Report
  5. Question:ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? 

    Answer
    বায়ুপ্রবাহ ভেজা কাপড় থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি। এ কাজটি সাধারণ ঘরের বাইরে করা হয়। কিন্তু বৃষ্টির সময় ঘরের বাইরে কাপড় শুকাতে দেওয়া যায় না। এমন অবস্থায় কাপড় দ্রুত শুকাতে আমরা  ভেজা কাপড়কে ঘরের ভেতর দড়িতে ঝুলিয়ে দিতে পারি। এর পর বৈদ্যুতিক পাখা ছেড়ে দিলে যে বায়ুপ্রবাহিত হবে সেই বায়ুপ্রবাহে কাপড় দ্রুত শুকিয়ে যাবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd