বায়ু



  1. Question:রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারে? 

    Answer
    রিসাইকেল প্রক্রিয়া বলতে ব্যবহারকৃত বস্তুসমূহকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলাকে বোঝায়। বিভিন্ন প্ররা প্লাস্টিকের বস্তু যেমন- কাগজ, খাবারের বাক্স, পানির বোতল, পারফিউমের বোতল প্রভৃতি একবার ব্যবহার হয়ে গেলে আমরা ফেলে দেই। কিন্তু এসব বস্তু দৈনন্দিন জীবনে দরকারি বলে আবার উৎপাদন করতে হয়। এই উৎপাদন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করায় তা বায়ুতে দূষণ ঘটায়। এছাড়া ফেলে দেওয়া দ্রব্যসমূহ আবর্জনা রূপে পরিবেশকে দূষিত করে। তাই এমন প্লাস্টিক বস্তু রিসাইকেল করে ব্যবহার করলে নতুন করে খুব বেশি উৎপাদন করা প্রয়োজন পড়ে না। ফলে জ্বালানি কম ব্যবহার হওয়ায় পরিবেশও কম দূষিত হয়। এভাবে রিসাইকেল প্রক্রিয়া বায়ু দূষণ কমাতে পারে।






    1. Report
  2. Question:কী কী কারণে বায়ু দূষিত হয়? মানুষ কীভাবে বায়ু দূষিত করছে? 

    Answer
    বিভিন্ন ধরনর পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দূর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। মানুষ বিভিন্নভাবে বায়ু দূষিত করছে। যেমন-
    ১. মানুষ কলকারখানা চালাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে।
    ২. মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে। ফলে এ থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষিত করছে। 
    ৩. মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ও মলমূত্র ত্যাগ করে; এর ফলে বায়ু দূষিত হচ্ছে।






    1. Report
  3. Question:ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর কোন গ্যাসটি ব্যবহার করা হয় লেখ। 

    Answer
    ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়।






    1. Report
  4. Question:বায়ুর চারটি উপাদানের নাম লেখ। 

    Answer
    বায়ুর চারটি উপাদান হলো-
    ১. নাইট্রোজেন।
    ২. অক্সিজেন।
    ৩. কার্বন ডাই-অক্সাইড।
    ৪. জলীয় বাষ্প।






    1. Report
  5. Question:রান্নাঘরে বায়ু দূষণ কমানোর একটি উপায় লেখ। 

    Answer
    রান্নাঘরে বায়ু দূষণ কমানোর একটি উপায় হলো রান্নাঘরে বায়ু চলাচলের ভালো ব্যবস্থা তৈরি করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd