বায়ু



  1. Question:বায়ুর নাইট্রোজেন উপাদানটির ২টি ব্যবহার লেখ। 

    Answer
    বায়ুর নাইট্রোজেন উপাদানটির ২টি ব্যবহার হলো-
    ১. ইউরিয়া সার তৈরিতে ব্যবহার করা হয়।
    ২. টিনের কৌটায় মাছ, মাংস, চিপস্ ইত্যাদি সংরক্ষণে ব্যবহার করা হয়।






    1. Report
  2. Question:কার্বন ডাইঅক্সাইডের দুটি ব্যবহার লেখ। 

    Answer
    কার্বন ডাইঅক্সাইডের দুটি ব্যবহার হলো-
    ১. কোমল পানীয়তে ব্যবহার করা হয়;
    ২. আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়।






    1. Report
  3. Question:কীভাবে এসিড বৃষ্টি হয়? 

    Answer
    কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি সৃষ্টি হয়।






    1. Report
  4. Question:কোমল পানীয় ঝাঁঝালো স্বাদ হয় কেন? 

    Answer
    কোমল পানীয় ঝাঁঝালো হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উপস্থিতির কারণে।






    1. Report
  5. Question:ডুবুরিরা সমুদ্রে যাওয়ার সময় সিলিন্ডারে করে কী নিয়ে যায়? 

    Answer
    ডুবুরিরা সমুদ্রে যাওয়ার সময় সিলিন্ডারে করে অক্সিজেন নিয়ে যায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd