Question:চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
Answer
চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।
Question:চিপসের প্যাকেটে কী গ্যাস থাকে?
চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস থাকে।
Question:বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে ব্যবহার করে? ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃষ্টিতে আমরা বায়ুর কোন উপাদানকে ব্যবহার করি? একজন মাঝি কীভাবে বায়ু প্রবাহকে কাজে লাগায়, তা একটি বাক্যে লেখ। দৈনন্দিন বায়ু প্রবাহের দুইটি ব্যবহার লেখ।
বায়ুর কার্বন ডাইঅক্সাডি নামক উপাদানটি আগুন নেভাতে সাহায্য করে। ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর নাইট্রোজেন উপাদানকে ব্যবহার করি। একজন মাঝি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে পােোলা নৌকা চালায়। দৈনন্দিন কাজে বায়ু প্রবাহের দুইটি ব্যবহার হলো- ১. বায়ু প্রবাহকে ব্যবহার করে বড় চড়কা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ২. বায়ুপ্রবাহকে কাজে লাগিয়ে ফসল ঝেড়ে ময়লা দূর করা হয়।
Question:ধুমপান ক্ষতিকর কেন? বায়ুদূষণ রোধের তিনটি উপায় লেখ।
ধুমপানের ফলে, যেমন- কাশি, হাঁপানি, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি রোগ হতে পারে। বিড়ি সিগারেটের ধোঁয়া বায়ুকে দূষিত করে। ফলে যে ধুমপান করে না তারও ক্ষতি হয়। কেউ বন্ধ ঘরে ধুমপান করলে ঐ ঘরে থাকা মানুষের আরো বেশি ক্ষতি হয়। এসব কারণে ধুমপান ক্ষতিকর। বায়ু দূষণের ফলে রোগ সৃষ্টি হয়। পরিবেশের উপর বায়ুদূষণের দুটি প্রভাব হলো- ১. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। ২. এসিড বৃষ্টি হচ্ছে। দুষণ প্রতিরোধে তিনটি করণীয় কাজ হলো- ১. জবিাশ্ম জ্বলানির অতিরিক্ত ব্যবহার কমানো। ২. ময়লা আবর্জনা পরিষ্কার করে গাছ লাগানো। ৩. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা।
Question:তোমার মা বাতাসে ভেজা কাপড় শুকায়। এরূপ বায়ু প্রবাহের ৪টি ব্যবহার লেখ। এ প্রবাহ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে কী উৎপাদন করা যায়?
কাপড় শুকানোর মতো বায়ুপ্রবাহের ৪টি ব্যবহার নিম্নরূপ- ১. শরীর ঠাণ্ডা রাখতে বৈদ্যুতিক পাখার ব্যবহার। ২. ফসল ঝেঁড়ে পরিষ্কার করতে বায়ু প্রবাহ ব্যবহৃত হয়। ৩. পাল তোলা নৌকা চলতে সাহায্য করে। ৪. ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবহার। বায়ু প্রবাহ ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়।
Question:মৃদুল কোমল পানীয় খেতে পছন্দ করে। এই পানীয়ের ঝাঁঝালো ভাব ধরে রাখতে কোনটি ব্যবহার করা হয়? এটি আর কোথায় ব্যবহার করা যায়? এরূপ বায়ুর আরেকটি উপাদানের তিনটি ব্যবহার লিখ।
মোকল পানীয়ের ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য র্কাবন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এটি আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও ব্যবহার করা হয়। বায়ুর আরেকটি উপাদন হলো অক্সিজেন যা i. শ্সকষ্টের রোগী, ii. ডুবুরি এবং iii. পবর্তারোহীকে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হয়।