বায়ু



  1. Question:শিফা যে বাসে করে বিদ্যালয়ে যায়, তার থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে। আর কোন কোন পদার্থ এই দূষণ ঘটায়? এই দূষণের ৪টি কারণ লেখ। 

    Answer
    বিভিন্ন ধরনের পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যস, ধূলিকণা, দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। বায়ু দূষণের ৪টি কারণ হলো-
    ১.জীবাশ্ম জ্বালানি পোড়ানো।
    ২. কলকারখানা ও যানবাহনের ধোঁয়া।
    ৩. যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা।
    ৪. যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে দুর্গন্ধ ছড়িয়ে বায়ু দূষিত হয়।






    1. Report
  2. Question:তোমার ছোট ভাই কছিুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছে পরিবেশে কোন দূষণের ফলে তার এই রোগ হলো? পরিবেশের উপর এর দুটি প্রবাব লেখ। দুষণ প্রতিরোধে তোমার করণীয় ২টি বাক্যে লেখ। 

    Answer
    বায়ুদূষণের ফলে শ্বাসজনিত রোগ সৃষ্টি হয়। পরিবেশের উপর বায়ু দূষণের দুটি প্রভাব হলো-
    ১. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
    ২. এসিড বৃষ্টি হচ্ছে।
    দূষণ প্রতিরোধে করণীয় কাজ হলো-
    ১. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমানো।
    ২. ময়লা আবর্জনা পরিষ্কার করে গাছ লাগানো।






    1. Report
  3. Question:বায় দূষণ রোধের পাঁচটি উপায় লেখ। 

    Answer
    বায় দূষণ রোধের পাঁচটি উপায়:
    ১. কালো ধোঁয়া উৎপাদন করে এমন যানবাহন ব্যবহার না করা।
    ২. ইটের ভাটা লোকালয় থেকে দূরে স্থাপন করা।
    ৩. কম জ্বালানি ব্যবহার হয় এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করা।
    ৪. গাছ লাগিয়ে নতুন বনভূমি সৃষ্টি করা।
    ৫. উন্নত চুলা ব্যবহার করা।






    1. Report
  4. Question:দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজে আমরা বায়ু ব্যবহার করি, বায়ুর এরূপ পাঁচটি ব্যবহার লেখ। 

    Answer
    দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজে আমরা বায়ু ব্যবহার করি, বায়ুর এরূপ পাঁচটি ব্যবহার হলো-
    ১. সাইকেল বা গাড়ির চাকার বায়ু ভর্তি করে চালানো।
    ২. ফসল ঝেঁড়ে ময়লা দূর করতে।
    ৩. ভেজা চুল শুকানো জন্য।
    ৪. নদীতে পাল তুলে নৌকা চালাতে।
    ৫. ভেজা কাপড় শুকানো জন্য।






    1. Report
  5. Question:বায়ু কী? অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয়তা চারটি বাক্যে লেখ। 

    Answer
    পৃথিবীকে ঘিরে থাকা বর্ণহীন, স্বাদহীন, গন্ধহীন গ্যাসীয় মিশ্র পদার্থই হলো বায়ু।
    অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনীয় চারটি বাক্যে হলো-
    ১. ডুবুরীরা যখন নদী বা সমুদ্রের নিচে কোনো কিছুর সন্ধানে ঘুরে বেড়ান তখন অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করেন। পর্বতারোহী ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠে অক্সিজেনের পরিমাণ ততোই কমতে থাকে। তাই তারা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন।
    ৩. হাসপাতালে শাসকষ্টে রোগীদের সিলিন্ডারে অক্সিজেন সরবরাহ করা হয়।
    ৪. বিভিন্ন শিল্প কারখানায় আগুন জ্বালাতে অক্সিজেরেসিলিন্ডারের ব্যবহার প্রচলন আছে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd