মহাবিশ্ব



  1. Question:পৃথিবীর বার্ষিক গতি কী? 

    Answer
    সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী আবর্তনকে বার্ষিক গতি বলা হয়।






    1. Report
  2. Question:সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে। 

    Answer
    সূর্যের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘন্টা।






    1. Report
  3. Question:আহ্নিক গতি কাকে বলে? 

    Answer
    নিজ অক্ষের উপর পৃথিবীর লাটিমের মতো ঘূর্ণায়মান গতিকে আহ্নিক গতি বলে।






    1. Report
  4. Question:সূর্য প্রতিদিন কোনদিকে উঠে আর কোন দিকে অন্ত যায়? 

    Answer
    সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অন্ত যায়।






    1. Report
  5. Question:পৃথিবীর উত্তর গোলার্ধে খন গ্রীষ্মকাল হয়? 

    Answer
    যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd