মহাবিশ্ব



  1. Question:উপগ্রহ কী? 

    Answer
    কোনো গ্রহকে আবর্তনকারী বস্তুকে বলা হয় উপগ্রহ।






    1. Report
  2. Question:ঋতু পরিবর্তনের কারণ কী? 

    Answer
    ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি।






    1. Report
  3. Question:বিজ্ঞানীরা মহাকাশকে দেখতে দূরের জিনিস দেখা যায় এমন যন্ত্র ব্যবহার করেন। এই যন্ত্রের নাম কী? এটি ব্যবহার করে দেখা যায় মহাকাশের এমন ৪টি বস্তুর নাম লিখ। 

    Answer
    বিজ্ঞানীরা দূরের জিনিস দেখতে যে যন্ত্র ব্যবহার করেন সেটি হলো দূরবীক্ষণ যন্ত্র।
    দূরবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় মহাকাশের এমন ৪টি বস্তুর হলো- ১. উপগ্রহ, ২. নক্ষত্র, ৩. নক্ষত্র, ৪. গ্যালাক্সি।






    1. Report
  4. Question:শিফা ভুগোল বই থেকে পৃথিবীর একমাত্র উপগ্রহের কথা জানলো। সে কোন উপগ্রহের কথা জানলো? পৃথিবী থেকে এর দূরত্ব কত? এই উপগ্রহ থেকে পৃথিবীতে আলো পৌছাতে কত সময় লাগে? উপগ্রহটি কিসের আলো প্রতিফলিত করে? 

    Answer
    শিফা পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কথা জেনেছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কি.মি। চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। চাঁদ দূর্যের আলো পতিফলিত করে।






    1. Report
  5. Question:সৌরজগতের সবগুলো গ্রহ একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। কোন নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে? পৃথিবী থেকে এর দূরত্ব কত? এই নক্ষত্র থেকে পৃথিবীতে আলো পৌছাতে কত সময় লাগে? নক্ষত্রটি থেকে কত মিনিট পূর্বে উৎসারিত আলো আমরা দেখতে পাই? 

    Answer
    সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কি.মি.।
    সূর্য থেকে পৃথিবীতে আলো পৌছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে। আমরা সূর্য থেকে ৮ মিনিট পূর্বে উৎসারিত আলো দেখতে পাই।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd