Question:তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।
Answer
তিনটি ছোঁয়াচে রোগ হলো- ১. ফ্লু; ২. ইবোলা ও ৩. হাম।
Question:তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও।
তিনটি ছোঁয়াচে রোগ হলো- ১. ফ্লু; ২. ইবোলা ও ৩. হাম।
Question:মশার কামড়ের মাধ্যমে ছড়ানো কোন দুটি রোগ ছড়ায়?
মশার কামড়ের মাধ্যমে ছড়ানো দুটি রোগ হলো- ১. ম্যালেরিয়া ও ২. ডেঙ্গু।
Question:বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে কী কী পরিবর্তন হয়ে থাকে?
বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।
Question:বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক পরিবর্তনের ৩টি উদাহরণ দাও।
বয়ঃসন্ধিকালে ঘটা শারীরিক পরিবর্তন হলো- ১. দ্রুত লম্বা হওয়া। ২. ত্বক তৈলাক্ত হওয়া। ৩. ব্রন উঠা।
Question:সংক্রামক রোগ কী? সংক্রামক রোগ কীভাবে প্রতিরোধ করা যায় চারটি বাক্যে লেখ।
যেসব রোগ একজন মানুষ হতে অন্যজনে ছড়ায় তাদেরকেই সংক্রামক রোগ বলে। নিম্নোক্ত উপায়ে এ রোগ প্রতিরোধ করা যায়- ১. সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ২. নিয়মিত দাঁত-মাজা, নখ কাটা, হাত ধোওয়া ও গোসল করা। ৩. জামা-কাপড়, বালিশ, বিছানা, চাদর ইত্যাদি পরিষ্কার রাখা। ৪. যেখানে সেখানে কফ, থুতু না ফেলা।