বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:বায়ুদূষণের কারণে মানুষের কী কী ধরনের রোগ হয়ে থাকে? 

    Answer
    পানি দূষণের কারণে মানুষের কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ এবং বিভিন্ন চর্মরোগ হয়ে থাকে।






    1. Report
  2. Question:শব্দ দূষণ মানুষের কী কী ধরনের সমস্যা করে? 

    Answer
    শব্দদূষণ মানুষের মধ্যে অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মদক্ষতা হ্রাস প্রভৃতি সমস্যা সৃষ্টি করে।






    1. Report
  3. Question:বিদ্যুৎ অপচয় কীভাবে রোধ করা সম্ভব? 

    Answer
    কাজ শেষ হলে বাতি নিভিয়ে রেখ আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি।






    1. Report
  4. Question:শব্দ দূষণের একটি কারণ লেখ। হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট দুইটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুইটি উপায় লেখ। 

    Answer
    শব্দ দূষণের একটি কারণ হলো- উচ্চশ্বরে মাইক বাজানো।
    হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেহে সৃষ্ট দুইটি প্রভাব হলো-
    ১. কানে কম শোনা।
    ২. মাথা ব্যাথা করা।
    শব্দ দূষণ থেকে রক্ষা পাওয়ার দুইটি উপায় হলো-
    ১. উচ্চ শব্দের মাইক বাজানো বন্ধের ব্যবস্থা করা।
    ২. গাড়ি চালকরা যেন বিনা প্রয়োজনে হর্ণ না বাজায় সে ব্যাপারে তাদের সচেতন করা।






    1. Report
  5. Question:পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখ। 

    Answer
    পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হলো-
    ১. জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
    ২. বনজঙ্গল কাটা বন্ধ করতে হবে।
    ৩. নদীনালা ভরাট বন্ধ করতে হবে।
    ৪. অপরিকল্পিতভাবে বাড়িঘর, কলকারখানা তৈরি করা যাবে না।
    ৫. পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে হবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd