Question:নিরাপদ পানি কী?
Answer
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
Question:নিরাপদ পানি কী?
মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন পানিই হলো নিরাপদ পানি।
Question:মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম লিখ।
মানুষের পানের জন্য নিরাপদ নয় পানির এমন দুটি উৎসের নাম হলো- ১. পুকুরের পানি, ২. নদীর পানি।
Question:পানি বিশুদ্ধকরণ কী?
মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ।
Question:থিতানো কী?
পানিতে থাকা ময়লঅ, যেমন- বালি, কাদা ইত্যাদি সরানো জন্য কলস বা পাত্র ব্যবহার করে পানি পরিষ্কারকরণের প্রক্রিয়াই হলো তিথানো।
Question:কোন পানি কোনোভাবেই নিরাপদ করা যায় না?
আর্সেনিকযুক্ত পানিকে কোনোভাবেই নিরাপদ করা যায় না।