বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:পানি ‍দূষণের দুইটি কারণ লেখ। 

    Answer
    পানি দূষণের দুইটি কারণ নিচে দেওয়া হলো-
    ১. কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে ফেলা।
    ২. পুকুর বা নদীর পানিতে গরু-মহিষের গোসল করানো, পায়খানা প্রস্রাব করা।






    1. Report
  2. Question:নিরাপদ পানির প্রয়োজনীয়তা কী? 

    Answer
    আমাদের দেহের খাদ্য পরিপাকে এবং সঠিক তাপমাত্রা বজায় রাখতে নিরাপদ পানির প্রয়োজন।






    1. Report
  3. Question:খাদ্য পরিপাকে পানি কী হিসেবে কাজ করে? 

    Answer
    খাদ্য পরিপাকে পানি মাধ্যম হিসেবে কাজ করে।






    1. Report
  4. Question:আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন যাবৎ পান করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে? 

    Answer
    আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয়।






    1. Report
  5. Question:দুটি পানিবাহিত রোগের নাম লেখ। 

    Answer
    দুটি পানিবাহিত রোগের নাম হলো-
    ১. কলেরা
    ২. টাইফয়েড।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd