Question:পুকুরের পানি থেকে আমরা কীভাবে নিরাপদ পানি পেতে পারি?
Answer
পুকুরের পানি থেকে নিরাপদ পানি পাওয়ার উপায় নিচে দেওয়া হলো- একটি কলসি বা পাত্রে পুকুরের পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে পাত্রের তলায় তলানি জমেছে। উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। এরপর এই পানি ২০ মিনিটের বেশি সময় ধরে ফুটাতে হবে। ফূটানোর পর এই পানি ছেঁকে নিলে আমরা জীবাণুমুক্ত নিরাপদ পানি পাব।