বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:মাটি দূষণের ৫টি কারণ লিখ। 

    Answer
    মাটি দূষণের ৫টি কারণ হলো-
    ১. কৃষি কাজে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার।
    ২. বাসাবাড়িতে ব্যবহার করা গৃহস্থলি বর্জ যেখানে সেখানে ফেলা।
    ৩. হাসপাতালের বর্জ্য সরাসরি মাটিতে ফেলা।
    ৪. কল-কারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে নিষ্কাশন।
    ৫. বিভিন্ন দুর্ঘটনায় মাটিতে তেল নিঃসরণ।






    1. Report
  2. Question:পানিচক্র কী? 

    Answer
    যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলের সবত্র ছড়িয়ে পড়ে তাই পানিচক্র।






    1. Report
  3. Question:পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ দাও। 

    Answer
    পানি দূষণ প্রতিরোধের ৩টি উদাহরণ হলো-
    ১. কৃষি কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো।
    ২. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলা।
    ৩. পুকুর, নদী, হৃদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা।






    1. Report
  4. Question:অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় লেখ। 

    Answer
    অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় হলো-
    ১. ছাকন, ২. থিতানো, ৩. ফুটানো ও ৪. রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধকরণ।






    1. Report
  5. Question:বৃষ্টির পর মাটিতে পানি জমা হয়। কিছুক্ষণ পর সেই পানি অদৃশ্য হয়ে যায়। ওই পানি কোথায় যায়। 

    Answer
    বৃষ্টিপাতের পর বৃষ্টির পানি সাধারণত মাটিতে শোষিত হয় অথবা নদীতে গড়িয়ে পড়ে। এ শোষিত পানি ভূগর্বস্থ পানি হিসেবে জমা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd