বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:সংক্রামক রোগ সৃষ্টি করে এমন ৩টি জীবাণুর নাম লেখ। 

    Answer
    সংক্রামক রোগ সৃষ্টি করে এমন ৩টি জীবাণুর হলো-
    ১. ব্যকটেরিয়া; ২. ভাইরাস ও ৩. ছত্রাক।






    1. Report
  2. Question:চারটি বায়ুবাহিত রোগের নাম লেখ। 

    Answer
    চারটি বায়ুবাহিত রোগ হলো-
    ১. সোয়াইন ফ্লু; ২. হাম; ৩. গুটি বসন্ত ও ৪. যক্ষ্মা।






    1. Report
  3. Question:তিনটি ছোঁয়াচে রোগের উদাহরণ দাও। 

    Answer
    তিনটি ছোঁয়াচে রোগ হলো-
    ১. ফ্লু; ২. ইবোলা ও ৩. হাম।






    1. Report
  4. Question:মশার কামড়ের মাধ্যমে ছড়ানো কোন দুটি রোগ ছড়ায়? 

    Answer
    মশার কামড়ের মাধ্যমে ছড়ানো দুটি রোগ হলো-
    ১. ম্যালেরিয়া ও ২. ডেঙ্গু।






    1. Report
  5. Question:বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে কী কী পরিবর্তন হয়ে থাকে? 

    Answer
    বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd