বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:হাঁচি-কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুই-এর ভাঁজ ব্যবহার করা ভালো কেন? 

    Answer
    হাঁচি-কাশির মাধ্যমে সংক্রামক রোগের জীবাণু বায়ুতে ছড়িয়ে পড়ে। এসময় যদি রুমাল বা টিস্যু দিয়ে মুখ ঢাকা হয় তখন জীবাণু রুমাল বা টিস্যুতে আটকা পড়ে। ফলে বায়ুতে জীবাণু ছড়ায় না। শুধু তািই নয় হাঁচি-কাশির সময় হাতের তালু ব্যবহার না করে হাদের উল্টোদিক এবং কনুই এর ভাজ ব্যবহার করলে জীবাণুর সংক্রমণ কম ঘটে। কারণ হাত ব্যবহার করলে এবং পরে সেই হাত দিয়ে কোনো কিছু ধরলে জীবাণু দ্রুত ছড়ায়। উল্টোদিক এবং কণুই এর ভাজ ব্যবহার করা ভালো।






    1. Report
  2. Question:ডেঙ্গু কীভাবে ছড়ায়? 

    Answer
    মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু ছড়ায়।






    1. Report
  3. Question:ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় লেখ। 

    Answer
    ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় নিচে দেওয়া হলো-
    ১. এডিস মশার আবসস্থলে পানি জমতে না দেওয়া।
    ২. এডিস মশার আবাস্থল ধ্বংস করা।






    1. Report
  4. Question:তিনটি সংক্রামক রোগের নাম লেখ। 

    Answer
    তিনটি সংক্রামক রোগের নাম হলো-
    ১. সোয়াইন ফ্লু, ২. বসন্ত, ৩. হাম।






    1. Report
  5. Question:তুমি হাঁচি দেওয়ার সময় কী করবে? 

    Answer
    আমি হাঁচি দেওয়ার সময় মুখে রুমাল দিয়ে ঢেকে রাখব।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd