বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:সূর্য প্রতিদিন কোনদিকে উঠে আর কোন দিকে অন্ত যায়? 

    Answer
    সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অন্ত যায়।






    1. Report
  2. Question:পৃথিবীর উত্তর গোলার্ধে খন গ্রীষ্মকাল হয়? 

    Answer
    যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়।






    1. Report
  3. Question:উপগ্রহ কী? 

    Answer
    কোনো গ্রহকে আবর্তনকারী বস্তুকে বলা হয় উপগ্রহ।






    1. Report
  4. Question:ঋতু পরিবর্তনের কারণ কী? 

    Answer
    ঋতু পরিবর্তনের কারণ বার্ষিক গতি।






    1. Report
  5. Question:বিজ্ঞানীরা মহাকাশকে দেখতে দূরের জিনিস দেখা যায় এমন যন্ত্র ব্যবহার করেন। এই যন্ত্রের নাম কী? এটি ব্যবহার করে দেখা যায় মহাকাশের এমন ৪টি বস্তুর নাম লিখ। 

    Answer
    বিজ্ঞানীরা দূরের জিনিস দেখতে যে যন্ত্র ব্যবহার করেন সেটি হলো দূরবীক্ষণ যন্ত্র।
    দূরবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় মহাকাশের এমন ৪টি বস্তুর হলো- ১. উপগ্রহ, ২. নক্ষত্র, ৩. নক্ষত্র, ৪. গ্যালাক্সি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd