বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:কীভাবে সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? 

    Answer
    আমাদের সৌরজগতের কেন্দ্র বিন্দু হলো সূর্য। সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করেই সব গ্রহ, উপগ্রহ ঘুরছে। সূর্য অনেকগুলো গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সির অংশ মাত্র। প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ হাজার কোটি নক্ষত্র বা সূর্য থাকে। মহাকাশের গ্যালাক্সিগুলোর মধ্যে মিল্কিগুলোর মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এ সকল কিছু আবার একত্রে আমাদের মহাবিশ্বের অংশ। আর আমাদের এ মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। এভাবেই সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্ক যুক্ত।






    1. Report
  2. Question:জুন মাস, বিকাল ৫:০০, ডিসেম্বর মাস বিকাল ৫:০০ দুটি ছবি। দুটি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন। এর কারণ কী? 

    Answer
    উপরের ছবি দুটির প্রথমটি জুন মাসে এবং দ্বিতীয়টি ডিসেম্বর মাসে তোলা। জুন মাসের ছবিটিতে সুস্পষ্ট দিনের আলো দেখা করা গেলেও ডিসেম্বর মাসের ছবিটিতে সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্নতা দেখা যাচ্ছে। যদিও দুটি ছবিও বিকেল ৫:০০ টায় তোলা। এরকম হবার কারণ হলো পৃথিবীর বার্ষিক গতি। 
    পৃথিবী সূর্যের চারিদিকে ৩৬৫ দিনে একবার ঘুরে আসে। এভাবে ঘুরে আসার সময় পৃথিবী একদিকে একটু হেলে থাকে। যে অংশ  সূর্যের দিকে বেশি ঝুকে থাকে সে অংশে সূর্যের আলো বেশিক্ষণ ধরে থাকে, ফলে ঐ অংশে শ্রীষ্মকাল হয়। প্রথম চিত্রটিতে এ ঘটনার কারণেই বিকাল ৫:০০ টায় উজ্জ্বল আলো দেখা যাচ্ছে। আর দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। ঐ সময় সূর্যের আলো পৃথিবীর অপর পাশে বেশিক্ষণ থাকে। আর ছবিটি পৃথিবীর যে অংশে রয়েছে, যে অংশে কম সময় আলো দেয়। একারণেই দ্বিতীয় ছবি তোলার সময়টি শীতকাল, তাই বিকাল ৫:০০ টায় সন্ধ্যা হয়ে যাওয়াতে অন্ধকারাচ্ছন্ন মনে হয়।






    1. Report
  3. Question:গ্যালাক্সি কাকে বলে? 

    Answer
    অনেকগুলো নক্ষত্র মিলে  যে বিশাল সমাবেশ তৈরি হয় তাকে গ্যালাক্সি বলে।






    1. Report
  4. Question:মহাবিশ্ব কী? 

    Answer
    বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব।






    1. Report
  5. Question:পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে কত সময় লাগে? 

    Answer
    পৃথিবী সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে ৩৬৫ দিন ৬ ঘন্টা সময় লাগে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd