Question:কীভাবে সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত?
Answer
আমাদের সৌরজগতের কেন্দ্র বিন্দু হলো সূর্য। সৌরজগতে এই সূর্যকে কেন্দ্র করেই সব গ্রহ, উপগ্রহ ঘুরছে। সূর্য অনেকগুলো গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সির অংশ মাত্র। প্রতি গ্যালাক্সিতে গড়ে দশ হাজার কোটি নক্ষত্র বা সূর্য থাকে। মহাকাশের গ্যালাক্সিগুলোর মধ্যে মিল্কিগুলোর মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। এ সকল কিছু আবার একত্রে আমাদের মহাবিশ্বের অংশ। আর আমাদের এ মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। এভাবেই সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্ক যুক্ত।