বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:সংক্রামক রোগের ৫টি প্রতিকার লেখ। 

    Answer
    সংক্রামক রোগের ৫টি প্রতিকার হলো-
    ১. রোগাক্রান্ত হলে রোগীকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।
    ২. রোগীকে পুষ্টিকর খাবার খেতে হবে।
    ৩. রোগীকে প্রচুর পরিমাণে নিরাপদ পানি ব্যবহার করতে হবে।
    ৪. রোগীকে হালকা জ্বর বা সামান্য মাথা ব্যাথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করতে হবে।
    ৫. যদি রোগীর ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক মাথাব্যাথা হয় অবশ্যই রোগীকে ডাক্তার দেখাতে হবে।






    1. Report
  2. Question:বয়ঃসন্ধিকালে ছেলেদের শারীরিক পরিবর্তনের ৫টি উদাহরণ দাও। 

    Answer
    বয়ঃসন্ধিকালে ছেলেদের ৫টি শারীরিক পরিবর্তন হলো-
    ১. দ্রুত লম্বা হওয়া।
    ২. শরীরের ওজন বৃদ্ধি পাওয়া।
    ৩. গলার স্বরের পরিবর্তন হওয়া।
    ৪. মাংসপেশি সুগঠিত হওয়া।
    ৫. দাড়ি-গোঁফ গজাতে শুরু করা।






    1. Report
  3. Question:পৃথিবীর দুই ধরণের গতি কী কী? 

    Answer
    পৃথিবীর দুই ধরণের গতি হলো- ১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।






    1. Report
  4. Question:দিন ও রাত কী কারণে হয়? 

    Answer
    পৃথিবী তার অক্ষের উপর দিনে একবার ঘুর পাক খায়। একে পৃথিবীর আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণেই পৃথিবীতে দিন ও রাত হয়।






    1. Report
  5. Question:চাঁদের বিভিন্ন দশার কারণ কী? 

    Answer
    চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সব সময়ই আলোকিত থাকে। কিন্তু পৃথিবীর আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd