বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী? 

    Answer
    গ্রহ নক্ষত্রের চারদিকে ঘুরে। যেমন- পৃথিবী একটি গ্রহ যা নক্ষত্র সূর্যের চারিদিকে ঘুরে। আবার উপগৃহ গ্রহের চারদিকে ঘুরে। যেমন- চাঁদ একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে ঘুরে।






    1. Report
  2. Question:পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে? 

    Answer
    পৃথিবীর অর্ধেক উত্তরাংশে সূর্যর দিকে হেলে পড়লে সেদিন গ্রীষ্মকাল হয়। এর বিপরীত অর্থাৎ পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশতে তখন শীতকাল হয়।






    1. Report
  3. Question:ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    পৃথিবীর বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় একপাশে একটু হেলে ঘোরে। পৃথিবীর এই হেলানো অবস্থাই ঋতু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধ যখন সূর্যের দিকে ঘুঁকে থাকে তখন সূর্য রশ্মি অপেক্ষাকৃত খাড়াভাবে এসে এই  এলাকায় পড়ে। এছাড়া হেলে থাকার জন্য উভয় গোলার্ধ এলাকা বেশিক্ষণ ধরে সূর্যের দিকে মুখ করে থাকে। অর্থাৎ সে সময় উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং রাত্রি ছোট হয়। বেশিক্ষণ ধরে সূর্য রশ্মি পাওয়ার ফলে ঐ এলাকার তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে তখন ঐ উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা দেয়। এই সময় দক্ষিণ গোলার্ধে এর ঠিক উল্টো ব্যাপার ঘটে। তাই সেখানে হয় শীত কাল। এভাবে বার্ষক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে থাকে।






    1. Report
  4. Question:সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় নিজ অক্ষে সম্পূর্ণ ঘুরছে। এই ঘুর্ণন পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে সম্পন্ন করে। পৃথিবীর এই ঘুর্ণনের কারণে সূর্য পূর্ব দিকে থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাই প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে, এটি সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়।






    1. Report
  5. Question:পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতার কী ঘটে? তখ দিন ও রাতের দৈর্ঘের কী পরিবর্তন ঘটে? 

    Answer
    যখন পৃথিবীর অর্ধেক উত্তরাংশ বা উত্তরা গোলার্ধ সূর্যের দিকে হেলে পড়ে তখন সে অংশে গ্রীষ্মকাল হয়। গ্রীষ্মকালে সূর্য গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd