বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:পরিবেশ দূষণ বলতে কী বোঝ? 

    Answer
    পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে পরিবেশ দূষণ বলা হয়।






    1. Report
  2. Question:বায়ু দূষণের ফলে কী হয়? 

    Answer
    বায়ু দূষণের ফলে- ১. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, ২. এসিড বৃষ্টি হয়, ৩. মানুষের ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগসহ বিভিন্ন রোগ হয়।






    1. Report
  3. Question:চার ধরনের পরিবেশ দূষণ কী কী? 

    Answer
    চার ধরনের পরিবেশ দূষণ হলো-
    বায়ুদূষণ, ২. পানিদূষণ, ৩. মাটি দূষণ ও ৪. শব্দদূষণ।






    1. Report
  4. Question:পরিবেশ দূষণের উৎসগুলো কী? 

    Answer
    পরিবেশ দূষণের প্রধান উৎস হলো- তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি।






    1. Report
  5. Question:পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় লেখ। 

    Answer
    পরিবেশ সংরক্ষণের ৫টি উপায় হলো-
    ১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করা।
    ২. ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা।
    ৩. বেশি বেশি গাছ লাগানো।
    ৪. কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা।
    ৫. পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd