বিজ্ঞান - পঞ্চম শ্রেণি



  1. Question:বাস্তুসংস্থান কী? 

    Answer
    কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পারিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।






    1. Report
  2. Question:উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ লেখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের ৩টি উপায় লেখ। 

    Answer
    উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
    উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে সে খাদ্য প্রাণী খেয়ে বেঁচে থাকে। অর্থাৎ প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।
    পরিবেশের ভারসাম্য রক্ষায় আমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের ৩টি উপায় হলো-
    ১. ঘরবাড়ি, রাস্তাঘাট, শিল্পকারখানা তৈরি করার সময় গাছপালা কাটা বন্ধু করা।
    ২. ইটের ভাটায় ইট পোড়ানোর ক্ষেত্রে গাছাপালার কাঠ ব্যবহারের পরিবর্তে অন্য জ্বালানি ব্যবহার করা।
    ৩. এলাকার সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে।






    1. Report
  3. Question:খাদ্য ও খাদ্যজালের মধ্যে ৫টি পার্থক্য লেখ। 

    Answer
    খাদ্য ও খাদ্যজালের মধ্যে ৫টি পার্থক্য নিচে দেওয়া হলো-
    খাদ্যশৃঙ্খল :
    ১. সূর্যশক্তি খাদ্যের মাধ্যমে এক জীব হতে অপর জীবে স্থানান্তরের ফলে যে শৃঙ্খল গঠিত হয় তাকে খাদ্যশৃঙ্খল বলে।
    ২. বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতাকে প্রকাশ করে।
    ৩. একটি পরিবেশে কয়েকটি খাদ্যশৃঙ্খল থাকতে পারে।
    ৪. সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু।
    ৫. এখানে খাদক উৎপাদক, বিয়োজক একসঙ্গে নাও থাকতে পারে।
    
    খাদ্যজাল :
    ১. পরিবেশে বিদ্যমান খাদ্যশৃঙ্খলগুলো একটি অপরটিসাথে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে।
    ২. বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে সম্পর্ক প্রকাশ করে।
    ৩. একটি পরিবেশে একটি খাদ্যজাল থাকে।
    ৪. খাদ্যজালের শুরুর উপাদানটি নির্দিষ্ট নয়।
    ৫. এখানে খাদক,
    উৎপাদক, বিয়োজক এক সঙ্গে থাকে।






    1. Report
  4. Question:বেঁচে থাকার জন্য মানুষ কীসের ওপর নির্ভর করে? এই নির্ভরশীলতা সম্পর্কে চারটি বাক্য লেখ। 

    Answer
    বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে।
    ১. মানুষ শ্বাস গ্রহণের জন্য বায়ু, পান করার জন্য পানি, ২. প্রয়োজনীয় পুষ্টির জন্য, ৩. ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মাটি প্রয়োজন। ৪. এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আবসাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন। এই সবকিছুই জড় বস্তু, যার উপর মানুষ নির্ভর করে।






    1. Report
  5. Question:সৌরভদের বাড়ির শিউলী গাছে ফুল আর বীজে ভরে গেছে। কিসের ফলে এই বীজ সৃষ্টি হয়? এই জীব মাটিতে ছড়িয়ে পড়লে কী ঘটবে? 

    Answer
    পরাগায়নের ফলে গাছটিতে বীজ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রাণী যেমন- পাখি, মৌমাছি, ইত্যাদি পরাগায়নে সাহায্য করে। এই বীজ মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে বীজের বিস্তরণ ঘটবে। এই বিস্তার থেকে নতুন উদ্ভিদ জন্মাবে। ফলে নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে উঠবে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd